ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে লেনদেন ফের ৩০০ কোটির ঘরে

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ২০:৩৯:৪১
শেয়ারবাজারে লেনদেন ফের ৩০০ কোটির ঘরে

দিনভর হাতবদল হয়েছে ৩৪০ কোটি ৩৩ লাখ ১ হাজার টাকার শেয়ার, বন্ড ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৯১ কোটি ১৬ লাখ ৫৭ হাজার টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা।

এক মাসের বেশি সময় পরে লেনদেন ৩০০ কোটির ঘরে নামল। এর আগে সর্বশেষ এই অংকে লেনদেন হয়েছিল ৯ জানুয়ারি, ৩৩৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা।

লেনদেন কমার সঙ্গে দরপতন হয়েছে মূল্যবৃদ্ধির প্রায় ৩ গুণ। ৪১টি কোম্পানির মূল্যবৃদ্ধির বিপরীতে দরপতনে লেনদেন হয়েছে ১২২টির। আর অপরিবর্তিত দরে বা ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে ১৪৫টির।

দরপতনেও নামমাত্র সূচক বেড়েছে। ১ পয়েন্ট যোগ হয়ে প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান করছে ৬ হাজার ২৪৬ পয়েন্টে।

ট্রেজার সিকিউরিটিজের শীর্ষ কর্মকর্তা মোস্তফা মাহবুব উল্লাহ বলেন, ‘গত তিন মাসের চিত্র বিচার করেও বাজার সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। কারণ, এই সময়ের মধ্যে অনেক নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, কিছু কোম্পানির ফ্লোর প্রাইস উঠেছে। এই মুহূর্তে অবশ্যই এসব বিষয় বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করছে।’

মামুন/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর