ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডিএসইর স্বতন্ত্র পরিচালক পদে ১৮ জনের নাম প্রস্তাব

২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৪:৫০:৩৪
ডিএসইর স্বতন্ত্র পরিচালক পদে ১৮ জনের নাম প্রস্তাব

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আগামী তিন বছরের জন্য ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত করতে বিএসইসি কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে ৬ জন ব্যক্তিকে মনোনীত করবে বিএসইসি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মনোনয়ন পেলে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ডিএসইর পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করবেন।

প্রস্তাবিত নামের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছে ডিএসইর বর্তমান চেয়ারম্যান ও সাবেক সচিব ইউনুসূর রহমান, সালমা নাসরিন, মুন্তাকিম আশরাফ ও অধ্যাপক এ কে এম মাসুদ।

প্রস্তাবিত নামের মধ্যে রয়েছেন অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি শারমীন রিনভী, ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যবসায়ী রুবাবা দৌলা অধ্যাপক রাশিদা আক্তার, সাবিতা রিজওয়ানা রহমান, মনোয়রা হাকিম আলী ও অ্যাডভোকেট শায়লা ফেরদৌস।

মামুন/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর