ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লোকসান সত্বেও ডিভিডেন্ড দিয়েছে প্রিমিয়ার সিমেন্টে

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৫:১৩:৩১
লোকসান সত্বেও ডিভিডেন্ড দিয়েছে প্রিমিয়ার সিমেন্টে

তারা বলেন, কোম্পানির রিজার্ভ থেকে ডিভিডেন্ড দেওয়া ভাল বার্তা না। কারন রিজার্ভ মন্দ সময়ে কোম্পানির পরিচালনা বা উন্নয়নে, এটা ব্যয় করা হয়। সেখান থেকে ডিভিডেন্ড দেওয়া, কোন মানি হয় না।

লোকসান সত্বেও ডিভিডেন্ড ঘোষনা প্রসঙ্গে কোম্পানিটির সচিব কাজী মো. শফিকুর রহমান বলেন, কোম্পানিগুলো মুনাফার পুরো অংশ বিনিয়োগকারীদের দেয় না। লাভের কিছু অংশ ধরে রাখে। গত অর্থবছরে প্রিমিয়ার সিমেন্ট লোকসান গুনেছে। কিন্তু অতীতের অর্থবছরগুলোতে মুনাফায় ছিল। প্রিমিয়ার সিমেন্ট অতীতের লাভ থেকে অর্থ জমিয়ে রেখেছিল। সেখান থেকে ডিভিডেন্ড দেওয়া হবে।

একই দিনে (গতকাল সোমবার) পৃথক সময়ে চলতি অর্থবছরের (২০২২-২০২৩) দুই প্রান্তিক বা ৬ মাসের (জুলাই-ডিসেম্বর) ব্যবসায় আর্থিক প্রতিবেদন ঘোষনা দিয়েছে। সেই হিসেবে দুই প্রান্তিকে লোকসান গুনতে হচ্ছে ১১৬৫ শতাংশ। এই পরিমান লোকসান কারনে হতাশায় রয়েছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা। গতকাল সোমবার চলতি অর্থবছরের সর্বশেষ দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় করে এই ঘোষনা করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, প্রিমিয়ার সিমেন্টের সর্বশেষ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ দশমিক ৪৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল শেয়ার প্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) দশমিক ২৩ টাকা। এ হিসাবে শেয়ার প্রতি লোকসান ২ দশমিক ৬৮ টাকা বা ১১৬৫ দশমিক ২১ শতাংশ।

কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি সমন্বিত মুনাফা হয়েছে দশমিক শূন্য ৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ইপিএস দশমিক ১১ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে দশমিক শূন্য ৪ টাকা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৬৭ টাকায়।

কোম্পানিটির চলতি অর্থবছরের ১য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি সমন্বিত লোকসান ছিল ২ দশমিক ৫৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ইপিএস দশমিক ১২ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ২ দশমিক ৪১ টাকা। ২০২২ সালের ৩১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ৬৪ দশমিক ৬০ টাকায়।

গত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৬ টাকা ১৮ পয়সা। ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ১৩ পয়সা। এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৮ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মার্চ।

এর আগে প্রিমিয়ার সিমেন্ট মিলসের সমাপ্ত বছর ও সর্বশেষ দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছিল। ওইদিনে কোম্পানিটি জানায়, ১৩ ফেব্রুয়ারি সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ড সহ সর্বশেষ ছয় মাস (জুলাই-ডিসেম্বর ২০২২ সাল) বা দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা করবে।

ওইদিন সভার প্রসঙ্গে প্রিমিয়ার সিমেন্ট মিলসের সচিব কাজী মো. শফিকুর রহমান বলেছিলেন, বেশকিছু জটিলতার কারনে আমরা আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভাগুলো করতে পারিনি। সব জটিলতা কাটিয়ে ১৩ ফেব্রুয়ারি পৃথক সময়ে তিনটি পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

মামুন/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর