ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সূচকের উত্থান হলেও লেনদেনে পিছুটান

২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১৭:০৮:৪৯
সূচকের উত্থান হলেও লেনদেনে পিছুটান

জানা গেছে, আজ ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিনেও ডিএসইতে কোম্পানির শেয়ার দর উত্থান তুলনায় পতন দ্বিগুন। কিন্তু সিএসইতে ছিল ভিন্ন রূপ।

সোমবারের শেয়ারবাজার পর্যালোচনা:

আজ ডিএসইতে ৪৩৫ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭০ দশমিক ৮৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৩২ দশমিক শূন্য ৯ পয়েন্টে এবং ১ হাজার ৩৭১ দশমিক ৬৬ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৬টি এবং কমেছে ১১৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৪৫টি কোম্পানির।

অপরদিকে, সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৫টি, কমেছে ৩৫টি এবং পরিবর্তন হয়নি ৫২টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ২৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৯৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১২ দশমিক ২৫ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৭ দশমিক ৬২ পয়েন্টে, ১৩ হাজার ৩৬০ দশমিক ৬৭ পয়েন্টে, ১১ হাজার ৮৯ দশমিক ৪৩ পয়েন্টে এবং ১ হাজার ১৬৮ দশমিক ৬৮ পয়েন্টে।

সাইফুল/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর