ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জয় খরা কাটিয়ে মেয়েদের চোখ বিশ্বকাপের সেমিতে

২০২৩ ফেব্রুয়ারি ১২ ০৯:২৩:১৯
জয় খরা কাটিয়ে মেয়েদের চোখ বিশ্বকাপের সেমিতে

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চার আসরে অংশ নিয়ে ১৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারায় তারা। বাকি ১৫ ম্যাচে নেই কোনো জয়। মানে গত তিন আসরে জয়হীন বাংলাদেশ।

এবার সেই জয়খরা কাটাতে মরিয়া বাংলাদেশের মেয়েরা। শুধু তাই নয়, অধিনায়ক নিগার সুলতানার চোখ বিশ্বকাপের সেমিতে। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ৪টি বিশ্বকাপ খেলেছি। কিন্তু ২০১৪ সালের পর আর জয় পাইনি। তাই আমরা (দীর্ঘ অপেক্ষার পর) প্রথম জয়ের আশা করছি। পরে মোমেন্টাম ধরে রেখে সামনে এগোতে চাই। অবশ্যই আমরা ভালো খেলতে চাই। আমরা বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে এসেছি এখানে।’

সংযুক্ত আরব আমিরাতে গত বছরের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকেট পেয়েছে বাংলাদেশ। আর তাই এই পর্বে ভালো করতে দৃঢ় প্রত্যয়ী সবাই। নিগার সুলতানা বলেন, ‘আমরা বাছাইপর্ব পেরিয়ে এখানে এসেছি। তাই এই মঞ্চের মূল্য আমরা জানি। সামনের দিকে তাকিয়ে আছি আমরা। নিজেদের সামর্থ্য দেখানোর জন্য বড় সুযোগ এটি। আমাদের সামর্থ্য আছে বড় দলগুলির সঙ্গে লড়াই করার। আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, লড়তে এসেছি।’

বিশ্বকাপে এ গ্রুপে বাংলাদেশের অবস্থান। বাকি চার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। দুই গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল।

মামুন/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর