ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিক্রির চাপে শেয়ারবাজারে পতন

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৯:০০:৪২
বিক্রির চাপে শেয়ারবাজারে পতন

জানা যায়, আজ ডিএসইর লেনদেন কমে ৬শ কোটি টাকার ঘরে চলে এসেছে। আর সিএসইর লেনদেন কমে ১৪ কোটি টাকার ঘরে এসেছে। ডিএসইতে ১৩৯টি কোম্পানির শেয়ার দর কমেছে। ৩৩টির বেড়েছে। সিএসইতে ৬৩টি কোম্পানির শেয়ার দর কমেছে। ১৯টির বেড়েছে। এদিন শেয়ার ক্রয়ের চেয়ে বিক্রির প্রভনতা বহুগুন বাড়ে। ফলে বিক্রির চাপে পতন রুপে ফিরে শেয়ারবাজার।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেন, বৃহস্পতিবার ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। বিক্রেতার চাপ বেশি ছিল। ডিএসইতে কোম্পানির শেয়ার দর উত্থান তুলনায় পতন ৪ দশমিক ২১ গুন বেশি। অপরদিকে সিএসইতেও কোম্পানির শেয়ার দর উত্থান তুলনায় পতন ৩ দশমিক ৩১ গুন বেশি।

আরও বলেন, সরকারের নতুন সময় সূচির প্রথম কার্যদিবস ডিএসইতে গত ২৪ আগস্ট পতন হয়েছিল। যা আগের টানা ছয় কার্যদিবস উত্থানের পর এই মন্দা। পতন পরের দুই কার্যদিবস (বৃহস্পতিবার ও রবিবার) উত্থানে ছিল পুঁজিবাজার। ওইসময় লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছিলো। পরের দিন সোমবার লেনদেনে ভাটা পড়ে। সেখান থেকে পরের দুই কার্যদিবস লেনদেন কিছুটা বাড়ে।

পরেরদিন লেনদেন আবারো কমে। এরপরের কার্যদিবস লেনদেন বেড়ে ২৩শ কোটি টাকায় ওঠেছিল। পরে জোয়ার-ভাটায় চলে পুঁজিবাজারের লেনদেন। গত ২০ সেপ্টেম্বর লেনদেন বছরের সেরা রেকর্ড করেছিলো। ওইদিন লেনদেন ২৮শ কোটি টাকা এসেছিলো। পরে ফের জোয়ার-ভাটায় পড়ে লেনদেন। এ ধারায় বৃহস্পতিবার ভাটা পড়ে লেনদেন। ফলে আগের কার্যদিবস থেকে কমে লেনদেন ৬০৮ কোটি টাকায় এসেছে।

ক্রয়ের চেয়ে শেয়ার বিক্রি বেশি জানিয়ে মতিঝিলে পাঁচ বিনিয়োগকারী বলেন, আজকের ছয়শ কোটি টাকার লেনদেন কেবল শেয়ার বিক্রির কারনে হয়েছে। এই বিক্রিতে অধিকাংশ কোম্পানির দর কমেছে। শেয়ারবাজার আরও পতন হবে, এমন খবর ঘুরপাক করছে। তাই অনেকে ভয়ে শেয়ার বিক্রির দিকে ঝুঁকছেন।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৬০৮ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৩ দশমিক ৩০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৬দশমিক ২১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক শূন্য ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৩৫ দশমিক ৩৫ পয়েন্টে এবং ১ হাজার ৩৭১ দশমিক ৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৩টি এবং কমেছে ১৩৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৫৪টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৪০ কোটি ৪ ৫লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৩৬ কোটি ২৩ লাখ টাকা, সোনালী পেপার ৩৪ কোটি ৬২ লাখ টাকা, জেমিনি সী ২৩ কোটি ৭৯ লাখ টাকা, সী পার্ল বিচ ২০ কোটি ৯৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১৮ কোটি ৪২ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ১৮ কোটি ৩৭ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১৭ কোটি ৫৯ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশন ১৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে, সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪ কোটি ২১ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯টি, কমেছে ৬৩টি এবং পরিবর্তন হয়নি ৫৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৫ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক শূন্য ৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ৭৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২১ দশমিক ৯২ পয়েন্ট এবং সিএসআই সূচক ৩ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৮ দশমিক ৩৪ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৫ দশমিক ৪৫ পয়েন্টে, ১১ হাজার ১১১ দশমিক ৬৮ পয়েন্টে এবং ১ হাজার ১৭১ দশমিক ৩০ পয়েন্টে।

এদিন সিএসইতে সী পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সী পার্ল বিচ ৬ কোটি ৪৪ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্স ১ কোটি ৪৭ লাখ টাকা, বেঙ্গল ইউন্ডসর ৯৬ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৮১ লাখ টাকা, বসুন্ধরা পেপার ৪৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ৪১ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩৭ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ১৯ লাখ টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

সাইফুল/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর