ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভূমিকম্পে ১৫ হাজার ছাড়াল প্রাণহানি

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ০৯:৩৬:৫৪
ভূমিকম্পে ১৫ হাজার ছাড়াল প্রাণহানি

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছে, শুধু তুরস্কেই এখন পর্যন্ত সাড়ে ১২ হাজার ৩৯১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সিরিয়ায় প্রাণ গেছে ২ হাজার ৯৯২ জনের।

ত্রাণ সংস্থা এবং উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছে। ফলে এই সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে।

অনেকের অভিযোগ খুবই ধীর গতিতে চলছে উদ্ধার অভিযান। ফলে কমছে জীবিত উদ্ধারের সম্ভাবনা। তবে প্রশাসন বলছে, তীব্র ঠান্ডা ও বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। এ ছাড়া কেউ জীবিত থাকতে পারে এমন ধারণায় ব্যবহার করা যাচ্ছে না বুলডোজারের মতো ভারি যন্ত্র।

এর আগে গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে দেশ দুটিতে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

মামুন/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর