ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আলহাজ্ব টেক্সটাইলে বিশেষ নিরীক্ষক নিযুক্ত

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ২০:৫৫:১৪
আলহাজ্ব টেক্সটাইলে বিশেষ নিরীক্ষক নিযুক্ত

প্রতিষ্ঠানটির ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করার জন্য একটি বিশেষ নিরীক্ষক হিসাবে ইসলাম জাহিদ অ্যান্ড কো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ দেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানায়, গত দুই বছরে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় চার গুণ বেড়েছে। শেয়ারের দাম অপ্রত্যাশিতভাবে বাড়লেও কমিশন কোম্পানির ব্যবসায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করছে না।

এছাড়াও, কোম্পানিটি একটি ফিক্সড ডিপোজিট রসিদ (এফডিআর) সম্পর্কিত অগ্রণী ব্যাংকের সাথে একটি পুরানো সমস্যা সমাধান করতে পারেনি, যা বিনিয়োগকারীদের স্বার্থে নির্দেশ দিয়েছে কমিশন।

অডিটর প্রতিষ্ঠান কোম্পানির ব্যালেন্স শীট, সম্পদ, দায়, এবং আর্থিক বিবরনি, সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের অন্যান্য অংশ পর্যালোচনা করবে এবং এর কাঁচামাল এবং পিপিই সংগ্রহ এবং বিক্রিত পণ্যের খরচ তদন্ত করবে।

আলহাজ্ব টেক্সটাইল দেশী ও বিদেশী উভয় বাজারে তাদের উৎপাদিত সুতা বিক্রি করে থাকে। একই সাথে কোম্পানিটি তাদের উৎপদিত সুতা বিদেশে রপ্তানিও করে থাকে। প্রতিষ্ঠানটি ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের বিনিয়োগকারিদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করতে পারেনি।

কোম্পানিটি ১৯৬১ সালে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। ১৯৭২ সালে সরকার এটিকে জাতীয়করণ করে। এবং এর ব্যবস্থাপনা বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) কাছে হস্তান্তর করে।

১৯৮২ সালে, আলহাজ টেক্সটাইল বেসরকারীকরণ করা হয় এবং এটি তার পূর্ববর্তী মালিকদের কাছে অর্পন করে। এবং কোম্পানিটি ১৯৮৩ সালে পঁজিবাজারে তালিকাভুক্ত হয়।২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ০.১৬ টাকা। আগের বছরের একই সময়ে ছিল ০.০৩ টাকা।

এ বিষয়ে আলহাজ্ব টেক্সটাইলের কোম্পানি সেক্রেটারি মোঃ সেলিম পারভেজের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেন নি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির সর্বশেষ শেয়ারের দর ছিল ১৩২.৫০ টাকা।

সাইফুল/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর