ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সাত বছর পর ডিভিডেন্ড পেল বীচ হ্যাচারির বিনিয়োগকারীরা

২০২২ নভেম্বর ১৭ ১৪:৪০:০০
সাত বছর পর ডিভিডেন্ড পেল বীচ হ্যাচারির বিনিয়োগকারীরা

অন্যদিকে, টানা সাত বছর পর লোকসান থেকে মুনাফায় ফিরেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি। মুনাফা বাড়ায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দেড় শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

এর আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০১৪ সালে ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। তারপর থেকে কোম্পানিটি লোকসান দেখিয়ে আসছে।

২০০২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা সাত বছর যথাক্রমে, ১০, ১২, ১৫, ১০, ১০, ১৫ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। তবে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এই প্রথম।

৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। সেখান থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দেড় শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে কোম্পানিটি। অর্থাৎ কোম্পানিটির দুই কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৩৬টি শেয়ারের বিপরীতে ৪০ লাখ ৩৮ হাজার ৪২৫ টাকা ডিভিডেন্ড দেবে কোম্পানিটি।

বিদায়ী বছরে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৯১ লাখ ৮ হাজার ২২৪ টাকা। বাকি টাকা কোম্পানির রিজার্ভে রাখা হবে।

এর আগের বছর ২০২১ সালে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ২২ পয়সা। অর্থাৎ ৯১ লাখ ৮ হাজার ২২৪ টাকা লোকসান ছিল। সেই লোকসান কাটিয়ে কোম্পানিটি সমাপ্ত বছরে মুনাফায় ফিরেছে।

ডিভিডেন্ড মালিকানা নির্ধারণের জন্য বীচ হ্যাচারির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ঠিক করা হয়েছে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর