ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মুনাফা কমেছে জুন ক্লোজিং ৭৮ কোম্পানির

২০২৩ ফেব্রুয়ারি ০৭ ১৯:১৭:৪০
মুনাফা কমেছে জুন ক্লোজিং ৭৮ কোম্পানির

ডিএসইতে প্রকাশিত ইপিএস বিবেচনায় মুনাফায় থাকা কোম্পানিগুলো গত বছরের (জুলাই-ডিসেম্বর’২২) সময়ে ৪ হাজার ৬৫৩ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে কোম্পানিগুলোর মুনাফার পরিমাণ ছিল ৫ হাজার ৪৭৬ কোটি টাকা। অর্থাৎ মুনাফায় থাকা কোম্পানিগুলোর নিট মুনাফা আগের বছরের তুলনায় ৮২৪ কোটি টাকা বা ১৫ শতাংশ কমেছে।

অন্যদিকে, মুনাফায় থাকা কোম্পানিগুলোর মধ্যে যে ৭৮টি নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিগুলোর হয়েছে ১ হাজার ৯৪১ কোটি টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৩ হাজার ৩৪৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিগুলোর মুনাফা কমেছে ১ হাজার ৪০৮ কোটি টাকা বা ৪২ শতাংশ।

অন্যদিকে, একই সময়ে লোকসানে থাকা ৬৯ কোম্পানি লোকসান করেছে ৯৬১ কোটি টাকা। এরমধ্যে ৪০টি কোম্পানি আগের বছরের একই সময়ে ৮৯৬ কোটি টাকা মুনাফা করেছিল। বাকি ২৯ কোম্পানি আগের বছরেরও একই সময়ে লোকসানে ছিল। এই ২৯টি কোম্পানির লোকসানের পরিমাণ ছিল ২৩৩ কোটি টাকা।

উদাহরণ হিসেবে দেখা যায়, ওষুধ ও রাসায়ন খাতের কোম্পানি রেনাটা শেয়ারবাজারে তালিকাভুক্ত সেরা কোম্পানিগুলোর একটি। গত বছরের জুলাই-ডিসেম্বর সময়ে এ কোম্পানিটির মুনাফা হয়েছে ১৮ টাকা ৫২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২৩ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ এ কোম্পানির ইপিএস কমেছে সাড়ে ২২ শতাংশের বেশি। একইভাবে বেক্সিমকো লিমিটেডের মুনাফা কমেছে ১৩ শতাংশ, বেক্সিমকো ফার্মার সাড়ে ১৫ শতাংশ।

এ ছাড়া মতিন স্পিনিং, এএমসিএল প্রাণ, বিডি ল্যাম্পস, স্কয়ার টেক্সটাইল, ন্যাশনাল টি, সামিট পাওয়ার, মীর আকতার লিমিটেডসহ বহু কোম্পানির মুনাফা কমেছে। এর মধ্যে ওয়ালটন, সিঙ্গার বাংলাদেশের মতো ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী কোম্পানিগুলোর মুনাফা কমার হার ছিল অনেক বেশি।

কোম্পানিগুলো ব্যাপক মুনাফা কমার জন্য চলমান অর্থনৈতিক সংকটকে দায়ী করছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি হয়েছে। প্রায় সব ধরনের পণ্য মূল্য অনেক বেড়েছে। বাংলাদেশে কোম্পানিগুলোর ব্যবসা কাঁচামাল আমদানিনির্ভর। এ কারণে উৎপাদন খরচ বেড়েছে। দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি উৎপাদন খরচে ক্রমাগত চাপ তৈরি করছে। যার কারণে বেশিরভাগ কোম্পানির মুনাফায় ধ্বস নেমেছে।

মামুন/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর