ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩০০

২০২৩ ফেব্রুয়ারি ০৭ ০৯:৩৮:৪২
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩০০

নিহতদের মধ্যে শুধু তুরস্কেই মারা গেছেন ২ হাজার ৯০০ জন। সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০০।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশে ভূমিকম্পে ধসে পড়েছে কয়েক হাজার বিল্ডিং। এ ঘটনায় তুরস্কে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। তবে ধারণা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পে হতাহতের ঘটনায় তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান।

সিএনএন তুর্কে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, ‘দেশটির আবহাওয়া পরিস্থিতি এবং দুর্যোগের মাত্রা উদ্ধারকারীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তুষারঝড় হওয়ার কারণে সাহায্যকারী হেলিকপ্টারগুলো সেখানে পাঠানো সম্ভব হচ্ছে না। এতে উদ্ধার অভিযানে গতিতে কিছুটা বেগ পেতে হচ্ছে।’

এদিকে, আজ মঙ্গলবার তুরস্কে উদ্ধারকারী ও জরুরি চিকিৎসাসামগ্রী পাঠানোর নির্দেশ জারি করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। আজ সকালে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের প্রয়োজনে অতিরিক্ত সহায়তা ব্যবস্থা নিতে সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

এর আগে গতকাল স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এ ভূমিকম্প দেশ দুটিতে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর