ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ পেছাল

২০২৩ ফেব্রুয়ারি ০৬ ০৯:৩৭:৫৪
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ পেছাল

গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, ৬ ফেব্রুয়ারি নয়, আগামীকাল মঙ্গলবার সাত পাঁকে বাঁধা পড়বেন সিড-কিয়ারা।

হোটেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল রোববার সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে অনুষ্ঠিত হয় এই তারকা জুটির মেহেদির অনুষ্ঠান। আজ সোমবার সকালে গায়ে হলুদ ও সন্ধ্যায় আয়োজন করা হবে জমজমাট সংগীত অনুষ্ঠান। আগামীকাল মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। বিয়েতে নিমন্ত্রিত অতিথির সংখ্যা ১০০। এ ক্ষেত্রে ভিকি-ক্যাটরিনার পন্থাই গ্রহণ করেছেন তারা।

এদিকে, কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতে কোন কোন তারকা নিমন্ত্রণ পেলেন, তা নিয়ে চলছে বেশ আলোচনা। এরই মধ্যে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে শুরু হয়েছে অতিথিদের আনাগোনা। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন করণ জোহর, শহিদ কাপুরের মতো তারকারা।

২০১৮ সালে ‘শেরশাহ’ সিনেমার মধ্য দিয়ে প্রথম দেখা হয় সিদ্ধার্থ-কিয়ারার। সেখান থেকেই প্রেমের বন্ধনে আবদ্ধ হন এই বলিউড তারকা জুটি।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর