ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মায়োর্কার মাঠে হেরে গেল রিয়াল

২০২৩ ফেব্রুয়ারি ০৬ ০৯:৩৬:০২
মায়োর্কার মাঠে হেরে গেল রিয়াল

চলতি লা লিগায় ২০ ম্যাচে রিয়ালের তৃতীয় হার এটি। তিনটিই সর্বশেষ আট ম্যাচের মধ্যে। এই ম্যাচে অবশ্য চোটের কারণে নিয়মিত কয়েক খেলোয়াড়কে পায়নি রিয়াল মাদ্রিদ। সেই সুযোগটা ভালোমতো নিয়েছে স্বাগতিক মায়োর্কা।

ড্র করার সুযোগ ছিল রিয়ালের সামনে। কিন্তু এক গোল হজমের পর প্রাপ্ত পেনাল্টি থেকেও গোল পায়নি রিয়াল। ৬০ মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে পারেনি অ্যাসেনসিও। ফলে হারের হতাশা সঙ্গী করে মাঠ ছাড়তে হয় আনচেলত্তি শিবিরকে।

১৩ মিনিটে লিড নেয় মায়োর্কা। বক্সে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান নাচো। এরপর ম্যাচে ফিরতে মরিয়া ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। ২০ শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। অন্যদিকে চারটির মধ্যে একটি লক্ষ্যে ছিল মায়োর্কার, তাতেই সফল দলটি।

১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে বার্সেলোনা। সেখানে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে মায়োর্কা।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর