ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সূচক কমলেও বেড়েছে লেনদেন

২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৫:১০:২৭
সূচক কমলেও বেড়েছে লেনদেন

রোববার ডিএসইতে ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৫ কোটি ৬২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৮৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৭ কোটি ৬০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোহাগ/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর