ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকার সমাবেশ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ

২০২২ নভেম্বর ১৭ ১৪:০৫:২৫
ঢাকার সমাবেশ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা ১০টি বিভাগীয় গণসমাবেশ ডেকেছিলাম। এর মধ্যে সবশেষ কর্মসূচি হলো ঢাকায় বিভাগীয় সমাবেশ। যেটি আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নিয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা বিভিন্নভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। আমাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি। অথচ তাদের বক্তব্যে মনে হয় যে সামনে একটি যুদ্ধ হবে।

মির্জা ফখরুল তার দলের ভবিষ্যৎ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণ মানুষের কষ্ট হয় এমন কোনো কর্মসূচি আমরা দেব না। আমরা জনসম্পৃক্ত কর্মসূচি দেব।’

সংবাদ সম্মেলনে গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত তুলে ধরা হয়। সভায় বলা হয়, ঢাকার গণসমাবেশটি চলমান গণতান্ত্রিক আন্দোলনের একটি বিভাগীয় সমাবেশ। অনির্বাচিত সরকারের হীন চক্রান্তকে ব্যর্থ করে সব স্তরের জনগণ তাদের ন্যায্য দাবিতে সমাবেশে সমবেত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার হবে।

তিনি বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিকে বানচালের চেষ্টা করা হলে জনগণ কখনো তা মেনে নেবে না। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে জনগণ গণসমাবেশকে সফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর