ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত

২০২৩ ফেব্রুয়ারি ০৪ ১৪:৫৪:০১
ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসি) মিলনায়তনে ১৩ তম পুনর্মিলনীর উদ্বোধন করেন। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

সকাল ৯টা থেকে টিএসসি চত্বরে জড়ো হতে থাকেন দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। ফটোসেশন, কোলাকুলি, পরস্পর আলাপের পর ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে আজাদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এবং সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ আবু কাউসার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতানা মুনিরা জাহান কুঁড়ির সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী এবং উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমানও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আর্থিক প্রতিকূলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রাক্তনদের নিজ নিজ বিভাগের শিক্ষার্থীর পাশে দাঁড়াতে হবে। অ্যালামনাইদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

দর্শনের প্রাক্তন শিক্ষার্থীরা দিনব্যাপী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নানা স্মৃতি রোমন্থনে ডুবে যান। সহপাঠী ও সতীর্থদের সঙ্গে মেতে উঠেন নানাআনন্দ-উদ্দীপনায়। দিনভর অনুষ্ঠানে দেখা যায় আনন্দ-ফুর্তির এক ভিন্ন আমেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে ১০ জন বয়োজোষ্ঠ অ্যালামনাই পান বিশেষ সম্মামনা পুরস্কার। তাঁরা হলেন: মোহাম্মদ আনোয়ার হোসেন খসরু, ফেরদৌস আলম খান পিয়ারু (ব্যাচ-১৯৭৫), অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল (ব্যাচ-১৯৭৬), অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ (ব্যাচ-১৯৭৬), প্রফেসর নূরজাহান বেগম (ব্যাচ-১৯৭৬), আবদুল কাদের তালুকদার (ব্যাচ-১৯৭৮), ব্যারিস্টার মোহাম্মদ আলী (ব্যাচ-১৯৭৮), আজিজুন্নেসা (জাকিয়া) আহমেদ (ব্যাচ-১৯৭৮), জসীম উদ্দিন আহমেদ (ব্যাচ-১৯৭৮) ও বীর মুক্তিযোদ্ধা মো. বাশারাত উল্লাহ (ব্যাচ-১৯৭৮)।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিবিসি ওয়াল্ডের সাংবাদিক ফয়সল তিতুমীর ও সংবাদ পাঠিকা রেহেনা পারভীন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক বয়োজ্যেষ্ঠ অ্যালামনাই মো. আবদুল কাদের তালুকদার।

র‌্যাফেল ড্র পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতানা মুনিরা জাহান কুঁড়ি, বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী, আশরাফুল হক মুকুল, বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান ও মো. আবদুস সাত্তার মিয়াজী।

সোহেল/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর