ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বেলুন বিতর্কের পর চীন সফর স্থগিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

২০২৩ ফেব্রুয়ারি ০৪ ০৭:১৮:২২
বেলুন বিতর্কের পর চীন সফর স্থগিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ব্লিংকেনের চীন সফরের জন্য উপযুক্ত নয়। তবে সুবিধামতো সময়ে আরেকটি সফরের ব্যাপারে পরিকল্পনা নেয়া হবে।

চীন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করার কথা ছিল ব্লিংকেনের।

বেশ কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছে একটি রহস্যময় বেলুন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের দাবি, ‘এটি চীনের নজরদারি বেলুন।’ গত বুধবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার উপরে বেলুনটি উড়তে দেখা গেছে।

যদিও চীন বলছে, সামরিক কোনো নজরদারি চালাতে নয়, আবহাওয়া গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল বেলুনটি। খারাপ আবহাওয়ার কারণে সেটি যাত্রাপথ পরিবর্তন করে ফেলেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে অনাকাঙ্খিত এই ঘটনার জন্য ‘দুঃখ প্রকাশ’ করা হয়। বলা হয়, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি কমাতে চায় তারা।

তবে বেলুন কাণ্ডটিকে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর ‘স্পষ্ট আঘাত’ বলছে দেশটি। তবে ওয়াশিংটন ঘটনাটি নিয়ে ‘যোগাযোগের উন্মুক্ত রাস্তা’ বজার রাখার পরিকল্পনাও করেছে।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ব্লিংকেন ও প্রেসিডেন্ট জো বাইডেনের যৌথ সিদ্ধান্তেই চীন সফর স্থগিত করা হয়।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর