ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাগরে লঘুচাপ, গভীর নিম্নচাপের আভাস

২০২২ নভেম্বর ১৭ ১১:৫৮:০৮
সাগরে লঘুচাপ, গভীর নিম্নচাপের আভাস

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দক্ষিণ-পূর্ব ও আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি নিম্নচাপে তীব্র হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা এখনই বলা যাচ্ছে না।

তিনি বলেন, লঘুচাপ হওয়ার সাথে সাথে নিম্নচাপটি বিভিন্ন পর্যায় অতিক্রম করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। সে কারণে ঘূর্ণিঝড় সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর