ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টাইগারদের সাথে প্রস্তুতি ম্যাচ বাতিল করল ইংল্যান্ড

২০২৩ জানুয়ারি ২৯ ১৯:১৫:৫৯
টাইগারদের সাথে প্রস্তুতি ম্যাচ বাতিল করল ইংল্যান্ড

আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেন।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ টিম পাঠিয়ে থাকে। এবারও এমন হয়েছে। ইংল্যান্ড থেকে তাদের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা সব দেখেছেন, ঢাকা ও চট্টগ্রামে।’

তিনি আরও বলেন, ‘আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।’

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর