ব্যাংকে ফের তারল্য সংকটের আশঙ্কা

জানা গেছে, গত ডিসেম্বর থেকেই কয়েকটি ব্যাংক তারল্য সংকটে আছে। সংকটের কারণে গ্রাহকের টাকা ফেরত দিতে না পারাসহ আরটিজিএস পেমেন্টেও সমস্যা হচ্ছে। সম্প্রতি ইউনিয়ন ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে এ ধরনের সমস্যা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, আরটিজিএস হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা তাৎক্ষণিক নিষ্পত্তি প্রক্রিয়া। আরটিজিএস লেনদেনের জন্য শুরুতেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হয়। যাতে চেক আসার সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করা যায়। এ ক্ষেত্রে যদি কোনো ব্যাংক টাকা না রাখে তাহলে সেই ব্যাংকের চেকও আরটিজিএসের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হয় না। মূলত তারল্য সংকটের কারণেই ব্যাংকগুলোর এ ধরনের সমস্যা হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংক গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত ব্যাংকগুলোর এলসি দায় পরিশোধে প্রায় ১৩ বিলিয়ন ডলার বাজারে ছেড়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। এর বিনিময়ে বাজার থেকে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা থেকে তুলে নিয়েছে। ফলে আগে থেকেই চাপে থাকা ব্যাংক খাতে তারল্য সংকট আরও বাড়বে বলেই মনে করছেন ব্যাংকার এবং সংশ্লিষ্টরা।
এদিকে সরকারের রাজস্ব আদায়ও কম হচ্ছে। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৯ শতাংশ। রাজস্ব আদায় কম হওয়ায় সরকারি হিসাবে যথেষ্ট অর্থ জমা নেই। যে কারণে সরকারকে ঋণ নিয়ে চলতে হচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুযারি মাসের ১৭ তারিখ পর্যন্ত সরকারের নেট ঋণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৯৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে সরকার ব্যাংক থেকে নেট ঋণ নিয়েছিল মাত্র ৯ হাজার ৫৬৭ কোটি ৬২ লাখ টাকা। এ কারণে তারল্য সংকট আরও প্রকট হচ্ছে।
ব্যাংকিং খাতে তারল্য বাড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের রেমিট্যান্স ও বৈদেশিক বিনিয়োগ বড় ভূমিকা রাখে। বিদায়ী বছরে রেমিট্যান্সে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। একই সময়ে বৈদেশিক বিনিয়োগও কাঙ্ক্ষিত হারে হয়নি। যদিও আগের বছরে এই দুটি খাতেই অনেক বেশি প্রবৃদ্ধি হয়েছিল। এসব কারণে ব্যাংকিং খাতে তারল্যের জোগান কমে গেছে। যে জন্য তীব্র তারল্য সংকটের আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমানত সংগ্রহের গতি খুবই কম। আমানত সংগ্রহ কম এবং ঋণ বাড়ার কারণে তারল্য সংকট দেখা দিতে পারে। আমানতের সুদের হার কম হওয়ায় গ্রাহকরা এখন ব্যাংকে টাকা রাখছেন কম। যে কারণে সংকট প্রকট হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিছু উদ্যোগ নিয়েছে। তারল্য সংকট মেটাতে শুধু বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কাজ হবে না। ব্যাংকগুলোকেও উদ্যোগ নিতে হবে। খেলাপি ঋণ আদায় বাড়াতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নমনীয়তার সুযোগে ব্যাংকগুলো ঋণ আদায় না করে নামমাত্র ঋণ পরিশোধ করে পুনঃতপসিলীকরণ করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে নমনীয় না হয়ে খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, যখন যে উপশম দেখা দেবে, তখন সেই ওধুষ দিতে হবে।
তারল্য সংকটের কারণে সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকসহ ইসলামী ধারার বেশ কয়েকটি ব্যাংককে নগদ জমা সংরক্ষণের হার (সিআরআর) ও সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণেই হিমশিম খেতে হয়েছে। শুধু তাই নয়, তারল্য সংকটের কারণে কলমানিতে ব্যাংকগুলোর ধার করার পরিমাণ বাড়ছে। ফলে কলমানি সুদহারও প্রতিনিয়ত বাড়ছে। সবশেষে গত ২৫ জানুয়ারি কলমানি বাজারে সর্বোচ্চ গড় সুদহার ছিল ৭ শতাংশ।
এদিন ব্যাংকগুলো সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ওভারনাইট বা এক দিনের জন্য। এর মাধ্যমে সর্বোচ্চ ৭ দশমিক ৫০ শতাংশ সুদে ৪ হাজার ৪১৯ কোটি টাকার লেনদেন হয়েছে। এরপর সাত দিন মেয়াদে আট দশমিক ২৫ শতাংশ সুদে ৩১৯ কোটি টাকার লেনদেন হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ্ ব্যাংক ৯ শতাংশ সুদে অন্য ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, চলতি নভেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার ৮৮১ টাকা, যা এক মাস আগে অর্থাৎ অক্টোবর শেষে ছিল ১ কোটি ৪৯ লাখ ৪৩৩ টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে আমানত কমেছে ৩১ হাজার ৫৫২ কোটি বা ০ দশমিক ২১ শতাংশ।
একই সময়ে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ২৩৭ টাকা, যা গত অক্টোবর মাসে ছিল ১ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার ৩৪০ টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে ৮৬ হাজার ৮৯৭ টাকা বা ০ দশমিক ৫ শতাংশ।
আমানতের চেয়ে ঋণের প্রবাহ বেশি হওয়ায় ব্যাংকে নগদ টাকার টান পড়েছে। এ ছাড়া মোট আমানতের প্রায় ১৮ শতাংশ বিধিবদ্ধ আমানত হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এর বাইরে সরকারের বিভিন্ন বিলবন্ডেও মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করা আছে। সব মিলে ব্যাংকগুলোর হাতে এখন নগদ টাকার পরিমাণ কমে গেছে। যে কারণে তারা চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারবে কিনা সেই বিষয়েও আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে ব্যাংকগুলোর তারল্য সংকট দূর করতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নিজস্ব অর্থায়নে ৫০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। এর পাশাপাশি রপ্তানি খাতের উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার একটি আগাম অর্থায়নের তহবিল গঠন করেছে। এর মাধ্যমেই ব্যাংকগুলোর তারল্য সংকট মেটাতে চায় বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার চাহিদার পরিবর্তে জোগানের দিক থেকে বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরেন। এ ছাড়া আমানতের সুদহারও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ব্যাংকগুলোর তারল্য সংকটের বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, পুনঃঅর্থায়ন এবং আগাম অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট কাটানোর উদ্যোগ নিয়েছে। এ ছাড়া রেপো ও রিভার্স রেপোর মাধ্যমেও ব্যাংকগুলোতে তারল্য সরবরাহের চেষ্টা করবে বাংলাদেশ ব্যাংক।
এএসএম/
পাঠকের মতামত:
- মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
- নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে নানাকে খুঁজে পেলেন অভিনেত্রী
- আগামী ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস
- ২০ ফেব্রুয়ারি নাহিদের পদত্যাগ: ২৪ ফেব্রুয়ারি দল ঘোষণা
- জাহিন স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
- ক্রেডিট রেটিং সম্পন্ন
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- ২ ঘণ্টায় শেয়ারদর বেড়েছে ২২৪ কোম্পানির
- শুরুতেই ৩ কোম্পানির শেয়ারে চমক
- দলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন তথ্য উপদেষ্টা
- ২০২৪-এ খেলাপি ঋণ রেকর্ড ছাড়িয়ে ২০ হাজার কোটি টাকায় পৌঁছাল!
- সামিট পাওয়ারের ক্যাশডিভিডেন্ড ঘোষণা
- ফের বাড়ানো হলো স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ
- বাংলাদেশের ইন্টারনেট ভবিষ্যৎ বিপন্ন
- চার জেলার এসপি প্রত্যাহার
- ১৮ফেব্রুয়ারি বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট
- খালেদা জিয়ার দেশে ফেরার সময় জানা গেল
- আইএমএফ-এর চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব: অর্থ উপদেষ্টা
- বিএসসি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রবির লভ্যাংশ ঘোষণা
- দ্বিতীয় কর্মদিবসে ৫ কোম্পানির শেয়ারে ঝলক
- কৃষিবিদ ফিডের বারবার আইন লঙ্ঘন: বিনিয়োগকারীরা ক্ষুব্ধ
- বিএসইসির নতুন মুখপাত্র নিয়োগ
- ১৭ ফেব্রুয়ারী টাকার পরিমানে টপ ২০ শেয়ার
- আগামীকাল লেনদেনে ফিরবে এক কোম্পানি
- ২ কোম্পানির লেনদেন বন্ধ মঙ্গলবার
- ‘আমি কারাগারে থাকলেও বিয়ের অনুষ্ঠান যেন করে ফেলে’
- উপদেষ্টা আমার চাচি নন: ডা. তাসনিম জারা
- ব্যবসা সম্প্রসারণ করছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ‘আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে’: হাসানুল হক ইনু
- খুলনা প্রিন্টিং এবং এসআলম স্টিলের রমরমা লেনদেন
- শেয়ারহোল্ডারদের টাকা নিয়ে শেফার্ড ইন্ডাস্ট্রিজে বড় অনিয়ম
- লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানাল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
- বেক্সিমকো শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারী উদ্যোগ
- শেয়ারবাজারে মার্জিন ঋণের ফাঁদ: বিপদে লাখো বিনিয়োগকারী, আসছে কঠোর ব্যবস্থা
- গ্রামীণফোনের বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর
- রেসের ১০টি মিউচুয়াল ফান্ডের ইউনিট ব্লক মার্কেট ট্রানজাকশনে বাধা নেই
- হঠাৎ বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় রবির শেয়ার
- শিবলী রুবাইয়াতের জামিন আবেদন নামঞ্জুর
- ৫ খাতের বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা
- আইসিবি তিন হাজার কোটি টাকা পেল ৪ শতাংশ সুদে
- শেখ হাসিনার আরেকটি অডিও ফাঁস
- জাতীয় পার্টির সঙ্গে খেলতে আসলে পিঠে চামড়া থাকবে না
- মূলধন ফিরেছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা
- ১৯ খাতে শেয়ার দাম বেড়েছে
- ট্রাম্প জয়ের খবরে ঊর্ধ্বমুখী বিশ্ব শেয়ারবাজার
- এসআইবিএল ব্যাংকে ৫৮৯ জনের চাকরিচ্যুতি
- পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান এবং দুই কমিশনার
- অবশেষে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজর
- পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি জুলহাস গ্রেপ্তার