ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আমিরাতকে উড়িয়ে ফুরফুরে আর্জেন্টিনা

২০২২ নভেম্বর ১৭ ০৭:৪৮:২৪
আমিরাতকে উড়িয়ে ফুরফুরে আর্জেন্টিনা

আর্জেন্টিনার জার্সিতে খেলা মেসি এবার ভিন্ন কৌশল নিয়েছে। ঝুঁকি না নিয়ে দলটির তরুণ নাম্বার নাইন জুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করান পিএসজি এ তারকা।

খেলারপ্রথমার্ধে আর্জেন্টিনা ৪-০ গোলের লিড নেয়। ম্যাচের ৪৪ মিনিটে গোল করেন মেসি। বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে আরব আমিরাতের গোলরক্ষকে বোকা বানান বাঁ-পায়ের এই জাদুকর। এরপর ৬০ মিনিটে জোয়াকিম কোরেইরা গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

খেলার দ্বিতীয়ার্ধে গোল করার মতো আরব আমিরাত তিনটি ভালো সুযোগ পায়। প্রথমে জোরের ওপর দেওয়া একটি শট ক্রস বারে লেগে ফিরে আসে। ফিরতি বল ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ।

ম্যাচের ৮১ পরিষ্কার গোলের সুযোগ হারায় স্বাগতিকরা। ওয়ান অন ওয়ানে মার্টিনেজ শট ফেরালে ফিরতি শট আর্জেন্টিনার ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে যায়।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর