ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১৪ সহকর্মী হারানোর পর হাইতিতে পুলিশের দাঙ্গা

২০২৩ জানুয়ারি ২৭ ১১:২৬:৩৪
১৪ সহকর্মী হারানোর পর হাইতিতে পুলিশের দাঙ্গা

স্থানীয় সময় বৃহস্পতিবার পুলিশ মারমুখি হয়ে উঠলে দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে মূলত দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, শতাধিক বিক্ষোভকারী সড়ক অবরোধ করে টায়ার পোড়ায়, গাড়ি ও নজরদারি ক্যামেরা ভাঙচুর করে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রধানমন্ত্রীর বাসভবনের ফটক ভেঙে ফেলে এবং পরে হাইতির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা চালায়।

হাইতির পুলিশ কর্মকর্তাদের সংগঠন দ্য ন্যাশনাল ইউনিয়ন অব হাইতিয়ান পুলিশ বলছে, বছর শুরু হওয়ার পর পুলিশ স্টেশনে বিভিন্ন গ্যাং আক্রমণে ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত বুধবারই গুলি করে সাত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।

এর আগে বুধবার উত্তর হাইতির এক পুলিশ স্টেশনের ভেতরে দুই পুলিশ কর্মকর্তা এবং বাইরে রাস্তায় আরও চার পুলিশ কর্মকর্তাকে ফাঁসির স্টাইলে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের নিন্দা জানাতে কয়েক হাজার বেসামরিক নাগরিক ও পুলিশ কর্মকর্তারা পোর্ট-অব-প্রিন্সের রাস্তায় নেমে আসে।

সংবাদমাধ্যমে আরও বলা হয়, বিক্ষুব্ধ পুলিশ কর্মকর্তাদের কয়েকজন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির সরকারি বাসভবনে গিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী বাসভবনে ছিলেন না। পুলিশ কর্মকর্তারা জানতে পারেন প্রধানমন্ত্রী পোর্ট-অব-প্রিন্সের আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন। কারণ তিনি আর্জেন্টিনায় অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরেছেন। এরপর তারা বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করেন।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর