ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

২০০ কোটি টাকার শেয়ার ইস্যু করতে চায় আলিফ ইন্ডাস্ট্রিজ

২০২২ নভেম্বর ১৭ ০৭:০৭:৩৫
২০০ কোটি টাকার শেয়ার ইস্যু করতে চায় আলিফ ইন্ডাস্ট্রিজ

বিদ্যমান বাজার দামের ৪০ শতাংশ কম দামে কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা মূলধন সংগৃহ করতে চায় কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, শেয়ারের দাম নির্ধারণের ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া সর্বশেষ ছয় মাস তথা ১৮০ কর্মদিবসের গড় দামকে কোম্পানিটির শেয়ারের দাম নির্ধারণ করা হবে।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত আলিফ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের গড় দাম হবে ২২ টাকা। কোম্পানিটির পর্ষদের কাছে এ দামের থেকে ৪০ শতাংশ কমে অর্থাৎ ১৩ টাকা ২০ পয়সায় শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা মূলধন বাড়ানো হবে।

শেয়ার ইস্যু করতে কোম্পানিটির সংশ্লিষ্ট রেজল্যুশনে সংশোধন আনতে আসন্ন ৩০তম এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। এর আগে ২৮তম এজিএমে বিশেষ রেজল্যুশন সংশোধনের পদ্ধতিতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৪ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৩.৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫.২৫ শতাংশ এবং বাকি ৫১.৪০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর