ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শেয়ার কিনবেন এপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা

২০২২ নভেম্বর ১৭ ০৬:৫৩:৫৪
শেয়ার কিনবেন এপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহী কোম্পানিটির ৬০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ঘোষিত শেয়ার ওই উদ্যোক্তা বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে কেনা সম্পন্ন করবেন।

এপেক্স ফুটওয়্যার ১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভে রয়েছে ২৭০ কোটি ৭৮ লাখ টাকা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১ কোটি ১৮ লাখ ১২ হাজার ৫০০। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩১.৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৬৯ শতাংশ এবং বাকি ৪৬.৫৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এরমধ্যে ৩৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এরমধ্যে ছিল ৩৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর