ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

আরএন স্পিনিংয়ের টিকে থাকা নিয়ে নিরীক্ষকের সংশয়

২০২২ নভেম্বর ১৭ ০৬:৩৮:২৯
আরএন স্পিনিংয়ের টিকে থাকা নিয়ে নিরীক্ষকের সংশয়

কোম্পানির ৩০ জুন, ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ মতামত দিয়েছে নিরীক্ষক কাজী জহির খান অ্যান্ড কোম্পানি।

কোম্পানির পুঞ্জীভূত লোকসান, সম্পদের অপ্রতুলতা ও কোম্পানির কার্যক্রম পুনরায় শুরু করতে প্রয়োজনীর অর্থসংস্থানের বিষয়ে অনিশ্চয়তার কারণে নিরীক্ষক এ সংশয় প্রকাশ করেছেন।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সমাপ্ত অর্থবছরে আরএন স্পিনিং মিলসের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০ কোটি টাকায়। কোম্পানিটির সম্পদের পরিমাণও অপর্যাপ্ত এবং এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) মাত্র ৬ পয়সা। তাছাড়া কোম্পানির কার্যক্রম পুনরায় শুরু করতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের ক্ষেত্রেও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে কোম্পানিটির কার্যক্রম পুনরায় চালু করতে গত বছর কিছু যন্ত্রপাতি আমদানির জন্য এসবিএসি ব্যাংকের মাধ্যমে লেটার অব ক্রেডিট (এলসি) খোলা হয়। যা এরই মধ্যে বাতিল করা হয়েছে। এ কারণে অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আবার চালু হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব কারণে কোম্পানির টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে নিরীক্ষকের অভিমত।

কোম্পানিটির নিরীক্ষক আরো বলেছেন, কোম্পানিটির আগুনে পুড়ে যাওয়া সম্পদ ও মজুদ পণ্য ইউনিয়ন ইন্স্যুরেন্সের বীমার আওতায় ছিল, যার পরিমাণ ১৩২ কোটি ৪৬ লাখ টাকা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানি জানিয়েছে যে বীমা দাবির অর্থের পরিমাণ চূড়ান্তের বিষয়টি এখনো পর্যন্ত বীমা কোম্পানির পক্ষ থেকে নির্ধারণ করা হয়নি।

অধিকন্তু, ক্ষতির পরিমাণ এবং এর বিপরীতে বীমা সুবিধার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। যদিও অগ্নিকাণ্ডের তিন বছরের বেশি সময় পার হয়ে গেছে। এরফলে বীমার টাকা কখন পাওয়া যাবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর