ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

২০২২ নভেম্বর ১৬ ২১:২৫:৪৪
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সংঘর্ষে কেন্দ্রীয় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউছসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

পুলিশের দাবি, তাদের ইটপাটকেল নিক্ষেপের কারণে তারা আত্মরক্ষা করতে রাবার বুলেট ছুড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা শুরুর কিছুক্ষণ পর সেখানে পুলিশ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেটে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়। ওই সময় অবরুদ্ধ করে রাখা হয় শত শত নেতাকর্মীকে। সংঘর্ষের সময় পুলিশ অন্তত শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে।

এ বিষয়ে জিকে গউছ বলেন, ‘আমাদের শাস্তিপূর্ণ প্রস্তুতি সভা হঠাৎ করে পুলিশ অতর্কিত হামলা করে তছনছ করে দেয়। পুলিশের রাবার বুলেটের আঘাতে আমিসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

তিনি দাবি করেন, পুলিশের হামলায় ব্যাপক মোটরসাইকেল ও চেয়ার ভাঙচুর হয়েছে। তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর