ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিশুকন্যাকে হত্যার পর ব্লেড গিলে বাবার আত্মহত্যার চেষ্টা

২০২৩ জানুয়ারি ২২ ১০:০২:০৮
শিশুকন্যাকে হত্যার পর ব্লেড গিলে বাবার আত্মহত্যার চেষ্টা

শনিবার (২১ জানুয়ারি) রাতে কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আল রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ওই থানাধীন সবুজ কানন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দিনাজপুরের নবাবগঞ্জ থানার নন্দনপুর এলাকার মো. তরিকুল ইসলামের মেয়ে তামান্না আক্তার (৮)। উপপরিদর্শক (এসআই) নাহিদ আল রেজা জানান, সবুজ কানন এলাকায় আজিজ মিয়ার বাসায় ভাড়া থাকেন তামান্নার বাবা-মা। সেখানে থেকে তারা পোশাক কারখানায় চাকরি করতেন।

তামান্না চলতি মাসে গ্রাম থেকে তাদের ভাড়া বাসায় আসে। শনিবার দুপুরে তাদের ভাড়া বাসার কক্ষে তরিকুল তার মেয়ে তামান্নাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মেয়েকে হত্যার পর তরিকুলও ব্লেড গিলে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ তরিকুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর