ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পশ্চিমাদের রোষানলে থাকা ইরানের পাশে চীন-রাশিয়া

২০২৩ জানুয়ারি ২১ ১৭:৩৩:১২
পশ্চিমাদের রোষানলে থাকা ইরানের পাশে চীন-রাশিয়া

যখন ইউরোপ আমেরিকানরা নতুন করে নিষেধাজ্ঞার কথা ভাবছে, ঠিক তখনই তেহরানের পাশে দাঁড়াল মিত্র রাশিয়া ও চীন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে তেহরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বেইজিং।

পশ্চিমাদের এমন পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী না থাকলে পুরো ইউরোপ আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকত বলেও দাবি করে তেহরান।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে, ইইউর এমন কঠোর পরিকল্পনার মুখে আবারও ইরানের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। একইসঙ্গে জ্বালানি ও পর্যটন খাতে তেহরান-মস্কো একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

এদিকে রাশিয়ার মতো ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে আরেক মিত্র দেশ চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিগত দিনের মতো আগামীতেও তেহরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখবে বেইজিং। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ সহযোগিতার মাত্রা আরও বাড়াবে বলেও জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর