ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮২ শতাংশ

২০২৩ জানুয়ারি ২১ ১১:৪০:৫১
সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮২ শতাংশ

ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থান হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স হয়েছে ৬২৬৫.৪৪ পয়েন্ট এর আগের সপ্তাহে ছিল ৬২১৫.০৫ পয়েন্ট। এই হিসাবে ডিএসই এক্স বেড়েছে ৫০.৩৯ পয়েন্ট বা ০.৮১ শতাংশ।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ বেড়েছে ৯.৫৬ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং ডিএসই শরীয়াহ বেড়েছে ১০.১৫ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ ।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ ১১ হাজার ১১১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯১৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ১ হাজার ৭২৯ কোটি ১১ লাখ ৫৩ হাজার ১৯২ টাকা বা ৮১.৫১ শতাংশ বেড়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসসি এক্স বেড়েছে ০.৬৭ শতাংশ, সিএসই-৫০ বেড়েছে ০.৪১ শতাংশ এবং সিএসআই বেড়েছে ০.৯৮ শতাংশ। বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০৭ টাকার। এর আগে সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ২৯৮ টাকার। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৪০৯ টাকা।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর