ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের অনাগ্রহ

২০২৩ জানুয়ারি ২১ ১০:০৭:৪৫
দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের অনাগ্রহ

ডিএসই সূত্রে জানা গেছে, শীর্ষ লেনদেনের দুই কোম্পানির শেয়ার বিক্রি করেছেন বিনিয়োগকারীরা। ফলে দর পতনেও এগিয়েছিল এই দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো- জেএমআই হসপিটাল এবং ইন্ট্রাকো সিএনজি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে, কোম্পানি ২টির শেয়ার দর কমেছে। বিদায়ী সপ্তাহে বড় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন। ফলে লেনদেনের শীর্ষ ২ কোম্পানির শেয়ার দর কমেছে।

জেএমআই হসপিটাল

লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৩ হাজার ২০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৬ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫১ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯৩ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৩ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২০ পয়সা বা ০.২১ শতাংশ।

ইন্ট্রাকো সিএনজি

তালিকার সপ্তম স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২৪ লাখ ১২ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৯ কোটি ৬৭ লাখ ৭১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩৯ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৮ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৩.৫৪ শতাংশ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর