ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিএনপির ঘরে গণতন্ত্র নেই: ওবায়দুল কাদের

২০২৩ জানুয়ারি ২০ ১৭:১১:৪৮
বিএনপির ঘরে গণতন্ত্র নেই: ওবায়দুল কাদের

তিনি বলেন, ফখরুল সাহেবের নিজেরও হয়তো মনে নেই কবে তার সম্মেলন হয়েছে। আমি ৩ বার সম্মেলন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলাম, কিন্তু বিএনপি?

ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে তৃণমূলে, আমাদের কয়েক হাজার সম্মেলন হয়ে গেছে, কেন্দ্র হতে ওয়ার্ড ইউনিট পর্যন্ত। কিন্তু তাদের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। সেই সুযোগ তাদের দলে নেই, সহযোগিদের সম্মেলন নেই, ঘরে বসে কমিটি দিচ্ছে।

তাদের আমলেই সবচেয়ে বেশি গণতন্ত্রের উপর আঘাত এসেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'এই দল আবার আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে আসে। ফখরুল সাহেবদের লজ্জা লাগা উচিৎ। তাদের সময়ে প্রহসনমূলক ১৫ ফেব্রুয়ারি মাগুরা মার্কা নির্বাচন, হাঁ/না ভোট। যেখানে হাঁ ভোটের পার্সেন্টেজ ১১৪ পার্সেন্টও হয়েছে। জিয়াউর রহমমানের হাঁ/না ভোট।'

তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশিদের আসতে কোনো বাধা নেই।, কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না।

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর