ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

'সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব'

২০২৩ জানুয়ারি ২০ ১৫:৫৮:০২
'সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব'

আজ শুক্রবার সাড়ে ১১টায় ইজতেমা মাঠে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। জিএমপি কমিশনার বলেন, দ্বিতীয় পর্বে প্রায় সাড়ে ৫ হাজারের মতো বিদেশি অতিথি রয়েছে। তাদের জন্যও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

আখেরি মোনাজাতে যদি লোকজন বেশি হয় বা রাস্তায় যদি ওভার ফ্লো হয়, সে ক্ষেত্রে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করবেন বলে জানান জিএমপি কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম। তিনি আরও বলেন, প্রয়োজনে টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত সড়ক বন্ধ করে দেব। কামারপাড়া সড়কও বন্ধ করে দেব। সে ক্ষেত্রে বাইপাস দিয়ে ঢাকার তিনশ ফুট হয়ে ঢাকা ও ময়মনসিংহের গাড়িগুলো আসা-যাওয়া করতে পারবে।

দুষ্কৃতকারীদের ইজতেমা মাঠে থাকা প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করে। ইউনিফর্ম ও সিভিল ডিউটি রয়েছে, সিসিটিভি আছে। সিসিটিভি দেখে আমরা প্রথম পর্বের ইজতেমা থেকে কয়েকজন পকেটমার শনাক্ত করেছি। এবার আমরা আরও সচেতন থাকব। কোন কোন এলাকায় পকেট কাটা হয়, এটা আমরা নির্ধারণ করেছি। আমরা মনে করছি, এবার আরও কমিয়ে আনতে পারব।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর