ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

২০২৩ জানুয়ারি ১৭ ২১:৩৮:২৯
তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

তাদের তিনজনের একজনকে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ায় এবং অপর দুইজনকে আবদুস সাত্তারের পক্ষে কাজ করায় দল থেকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আসিফ আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নিষেধ থাকা সত্ত্বেও উপনির্বাচনে অংশ নেওয়ার দায়ে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান ও সদস্য এম কামাল হককে বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ বিএনপির থেকে সদ্য বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়ার নির্বাচনী কাজে অংশ নেওয়ার দায়ে।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি) প্রথমে বহিষ্কারের বিষয়টি জানেন না বললেও পরে ফোন করে বলেন, তিনজনকে দল থেকে বহিষ্কার হয়েছে ঘটনাটি সঠিক।

হাফিজুর রহমান মোল্লা আরও বলেন, দলের এই কঠিন সময়ে দলের সঙ্গে যারা বেইমানি করবে তাদের পরিণাম এমনই হবে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর