ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

২০২২ নভেম্বর ১৬ ০৯:৫০:০৬
২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

আলজাজিরার খবরে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অসাধারণ জয়ের পর ট্রাম্প এ ঘোষণা দেন।

মঙ্গলবার রাতে ট্রাম্প তার ফ্লোরিডা ক্যাপিটল থেকে একটি বক্তৃতায় ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রার্থীতা ঘোষণা করেছিলেন। এ সময় তিনি বলেন, ‘আজ রাতে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি’ আমেরিকাকে আবারও মহান ও গর্বিত করতে।

এই ঘোষণার সঙ্গে সঙ্গে ক্যাপিটলের বাইরে অপেক্ষমাণ ট্রাম্প সমর্থকরা উত্তেজনায় ফেটে পড়েন। এ সময় ট্রাম্প তার নির্বাচনী স্লোগান 'মেক আমেরিকা গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস এগেইন' ঘোষণা করেন।

ট্রাম্প বলেন, ‘এখন থেকে ২০২৪ সালের নির্বাচনের দিন পর্যন্ত আমি এমনভাবে লড়াই করব যেভাবে আগে কেউ লড়েনি। আমরা উগ্র বাম গণতন্ত্রীদের পরাজিত করব যারা আমাদের দেশকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করছে।’

এর আগে মঙ্গলবার সকালে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি আশা করি, আজকের দিনটি আমাদের দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠবে।’

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর