ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

উত্থানের দিনে একমাত্র হতভাগা ইন্ট্রাকো সিএনজি

২০২৩ জানুয়ারি ১৭ ১৬:২০:২৪
উত্থানের দিনে একমাত্র হতভাগা ইন্ট্রাকো সিএনজি

শীর্ষ লেনদেনের তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, জ্বালানি খাতের একমাত্র কোম্পানি যা ইদানিং লেনদেনের শীর্ষ দশে অবস্থান ধরে রাখে। তেজিভাবে থাকা কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানিটির আজ দর পতন হয়েছে।

শীর্ষ লেনদেনের অষ্টম স্থান ধরে রাখা কোম্পানিটির আজ ৪৯ লাখ ৮৪ হাজার ১০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ১৪ লাখ ৪৮ হাজার টাকা। আগেরদিন সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকা ৪০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে দর হয়েছে ৪০ টাকা ৩০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর দর ১০ পয়সা বা ০.২৫ শতাংশ কমেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের বোর্ড সভা গত বছরের ১৩ ডিসেম্বর ৫টি অটো গ্যাস স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পর ঘুরে দাঁড়ায় শেয়ারটি। উৎপাদনের খবরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকায় শেয়ারদর এবং লেনদেনে বড় উল্লম্ফন দেখা গিয়েছিল। এরপর থেকে কোম্পানিটি বিশাল ভলিউমে লেনদেন হলেও দর বৃদ্ধিতে এগুতে পারেনি।

কোম্পানিটির গত এক বাজার দর পর্যালোচনা করলে দেখা যায়, গত ১৯ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৬ টাকা ২০। এরপর আজ ২১ কার্যদিবস পর শেয়ারটির দর নিম্নমুখি রয়ে গেল। দিন শেষে আজ ক্লোজিং প্রাইস হয় ৪০ টাকা ৩০ পয়সা। এই হিসাবে শেয়ারটির দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ১২.৭৭ শতাংশ।

উৎপাদনের খবরে শেয়ারটির দর বাড়ার পরিবর্তে কমার পেছনের কারণ খুঁজতে অভিজ্ঞ বিনিয়োগকারীদের কাছে জানতে চাইলে তারা জানান, বড় বিনিয়োগকারীদের একটি পক্ষ শেয়ার কেনার মেজাজে থাকলেও অপর একটি পক্ষ শেয়ার সেল মুডে রয়েছে। ফলে শেয়ারটির দর বাড়তে পারছে না।

কোম্পানিটির ডিভিডেন্ড ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৮ সালে কোম্পানি ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছে। এর পরের বছর ২০১৯ সালে ১০ শতাংশ স্টক, ২০২০ সালে কোম্পানি ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক, ২০২১ সালে কোম্পানি ২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং সর্বশেষ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। যার রেকর্ড ডেট ছিল ১১ নভেম্বর ২০২২।

ডিভিডেন্ড ঘোষণার পর কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে শেয়ারটির ইপিএস হয়েছে ৫১ পয়সা যা এর আগের বছর একই সময়ে ছিল ৩৩ পয়সা। এই হিসাবে শেয়ারটির ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ৫৪.৫৪ শতাংশ।

সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও রয়েছে ১৯.৭৫ পয়েন্টে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর