ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

মুনাফা প্রকাশ করেছে সাত কোম্পানি

২০২২ নভেম্বর ১৬ ০৭:৩০:৫২
মুনাফা প্রকাশ করেছে সাত কোম্পানি

মঙ্গলবার কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভায় ইপিএসের তথ্য প্রকাশ করা হয়। নিম্নে কোম্পানিগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৭৯ পয়সা।

সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস) ছিল ২২ পয়সা। একই সময়ে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ৩৪ টাকা ৮০ পয়সা।

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯৪ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৯১ পয়সা ইপিএস হয়েছিল।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ৯ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৮৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৬ টাকা ৬১ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ১৩ টাকা ৬২ পয়সা।

স্টাইল ক্রাফট লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ০৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ০৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ১৭ টাকা ১৩ পয়সা।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড: প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ২২ পয়সা আয় হয়েছিল। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৯ টাকা ৪৩ পয়সা।

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি: প্রথম প্রান্তিকে(জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানির ইপিএস হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৪০ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৩ টাকা ৪৫ পয়সা।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর