ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লংকাবাংলা সিকিউরিটিজের রেকর্ড লেনদেনের নেপথ্যে

২০২৩ জানুয়ারি ১৬ ১৬:৪৩:২৩
লংকাবাংলা সিকিউরিটিজের রেকর্ড লেনদেনের নেপথ্যে

এটিবির শর্তানুসারে, লংকাবাংলা সিকিউরিটিজকে লেনদেন শুরুর এক মাসের মধ্যে ১০ শতাংশ শেয়ার ছাড়তে হবে। এই হিসাবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে কোম্পানিটির মোট ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩২০টি শেয়ার বাজারে বিক্রি করতে হবে। ইতোমধ্যে সর্বমোট ১ কোটি ৭০ লাখ ৫ হাজার শেয়ারের হাত বদল সম্পন্ন হয়েছে। কোম্পানিটিকে নির্ধারিত সময়ের মধ্যে আরও ৯৮ লাখ ৯৮ হাজার ৩২০টি শেয়ার বিক্রি করতে হবে।

এরআগে গত ৪ঠা জানুয়ারি দুইটি ইনস্ট্রুমেন্ট নিয়ে যাত্রা শুরু করে এটিবি নামক ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন প্লাটফর্ম। দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) ইক্যুইটি সিকিউরিটিজ হিসাবে এবং প্রাণ এগ্রো লিমিটেড আনসিকিউড গ্যারান্টেট বন্ড ডেট সিকিউরিটিজ হিসাবে এই বোর্ডে তালিকাভুক্ত হয়েছে।

আজ এই নতুন এই বোর্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শেয়ারের হাত বদল হয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের। যার ৯২.৩১% শেয়ারের মালিক লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড যেটি মূল বোর্ডে তালিকাভুক্ত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিশোধিত মূলধন ২৬৯ কোটি ৩ লাখ ৩ হাজার ৩২০ টাকা এবং শেয়ার সংখ্যা ২৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার ৩৩২ টি।

আজ ১ কোটি ৭০ লাখ শেয়ার বিক্রয় করা হয় যার বাজার মূল্য ৩৬ কোটি ৪ লাখ টাকা এবং ইতোমধ্যে সর্বমোট ১ কোটি ৭০ লাখ ৫ হাজার শেয়ারের হাত বদল সম্পন্ন হয়েছে।

এই বোর্ডের নিয়ম অনুযায়ী, কোন বিনিয়োগকারী মুনাফা অর্জন করতে হলে শেয়ার ক্রয় করে ৩ মাস শেয়ার ধারণ করতে হবে অন্যথায়, অর্জিত নিট মুনাফা বাজেয়াপ্ত করে ডিএসইর ইনভেস্টর প্রটেকশন ফান্ডে জমা দিবে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২১ অনুযায়ী লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ০১ পয়সা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশফ্লো দাঁড়িয়েছে ৭ টাকা ৩১ পয়সা। এছাড়াও কোম্পানিটির মোট শেয়ারহোল্ডার ইক্যুইটির পরিমাণ প্রায় ৫৩৮ কোটি ৪৫ লাখ টাকা।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর