ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কেন ওয়েডকে ধাক্কা দিলেন ওয়ার্নার?

২০২৩ জানুয়ারি ১৬ ১৪:০৩:৪৩
কেন ওয়েডকে ধাক্কা দিলেন ওয়ার্নার?

হোবার্ট হারিকেনস-সিডনি থান্ডারের ম্যাচে ঘটে এই ধাক্কাধাক্কির ঘটনা। বিগ ব্যাশে রোববার (১৫ জানুয়ারি) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিডনি থান্ডার।

সেদিনের খেলায় হোবার্ট বোলারদের সামনে সুবিধা করতে পারেনি সিডনি। মাত্র ১৩৫ রানেই অলআউট হয়ে যায় তারা। ওপেনিংয়ে ব্যাট করে শূন্য রানেই ফেরেন সিডনির সঙ্গে মাত্র ৫ ম্যাচের জন্য চুক্তি করা ডেভিড ওয়ার্নার।

ম্যাথু ওয়েডের দল জবাবে রান তাড়া করতে নেমে ২৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। তবে ম্যাচের ১১তম ওভারে ওয়েড ও থান্ডার অধিনায়ক ক্রিস গ্রিনের সঙ্গে কথা-কাটাকাটি করতে দেখা যায়। তখনই ওয়ার্নার এসে ওয়েডকে সজোরে ধাক্কা দেন। পরে পরিস্থিতি সামাল দেন হোবার্টের খেলোয়াড় টিম ডেভিড। তবে ওয়ার্নারের ধাক্কাটা কি মজা করে ছিল, নাকি ইচ্ছা করে; তা ধারাভাষ্যকাররাও নিশ্চিত নন।

সে সময় ধারাভাষ্যকারে থাকা কেরি ও’কিফ বলেন, ‘আপনি এভাবে কাউকে ধাক্কা দিতে পারেন না। তারা মজা করছিল কি না, তা আমি জানি না। শরীরী ভাষা দেখে তেমন কিছু মনে হচ্ছে না।’

এদিকে জাতীয় দলের অভিজ্ঞ দুই খেলোয়াড়ের এমন আচরণে অস্ট্রেলিয়াতে বইছে সমালোচনার ঝড়। তবে ম্যাচ শেষে ওয়েডকে ধাক্কা দেয়ার ব্যাপারে ওয়ার্নার বলেন, ‘আমরা জানি, ওয়েডি (ম্যাথু ওয়েড) খেলা চলাকালে কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। গ্রিন ওকে তাতিয়ে দিচ্ছিল। পরিস্থিতি সামাল দেয়ার জন্যই আমি ওখানে গিয়েছিলাম। কারণ, ওরা একে অন্যের দিকে তেড়ে যাচ্ছিল।’

চলতি বিগ ব্যাশে হোবার্ট হারিকেনস এবং সিডনি থান্ডারের কারো অবস্থাই সুবিধাজনক নয়। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে হারিকেনস। আর সমান পয়েন্ট নিয়ে তাদের পরের অবস্থায়ই আছে থান্ডার।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর