ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও স্থগিতের কারণ জানা গেল

২০২৩ জানুয়ারি ১৫ ২০:১৬:২৮
এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও স্থগিতের কারণ জানা গেল

বিএসইসি সূত্রে জানা গেছে,এশিয়াটিক ল্যাবরেটরিজের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতির খবর প্রচারিত হওয়ায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বেশ কয়েকটি সংবাদ পত্রের মাধ্যমে কমিশন জানতে পেরেছে এশিয়াটিক ল্যাবরেটরীজের আর্থিক প্রতিবেদনে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন আবারও পর্যবেক্ষণ করে দেখবে।

তিনি আরও বলেন, কোম্পানিটির আর্থিক প্রতিবেদন আরও পর্যবেক্ষণের জন্য আইপিও আবেদন সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। কিছু সংবাদের তথ্যের আলোকে বিনিয়োগকারীদের স্বার্থে আবারও কোম্পানিটির আর্থিক পর্যবেক্ষণ করা হবে।

পর্যবেক্ষণ শেষে আইপিওর বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর