ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

২২ জানুয়ারি থেকে সিলেটে জ্বালানি তেল বিক্রি বন্ধ

২০২৩ জানুয়ারি ১৪ ২২:৫৬:০৫
২২ জানুয়ারি থেকে সিলেটে জ্বালানি তেল বিক্রি বন্ধ

আজ শনিবার দুপুরে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেনশন হলে এক বৈঠক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সম্প্রতি সিলেটে ডিজেলসহ জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। রেলওয়ের ইঞ্জিন ও জ্বালানিবাহী ওয়াগন সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থানীয় তেল পরিশোধনাগার বন্ধ থাকার কারণেও বেড়েছে এই সংকট।

সেচ মৌসুমের কারণে এই জ্বালানি তেলের চাহিদাও বেড়েছে। বাড়তি চাহিদা ও ওয়াগন না আসার কারণে সংকট তীব্র আকার দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিজেল ছাড়াও পেট্রোল, অকটেন, কেরোসিনেও সংকট দেখা দিয়েছে।

পেট্রল পাম্পের মালিকরা জানিয়েছেন, এই সংকট অব্যাহত থাকলে সিলেট বিভাগের প্রায় আড়াইশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে পড়বে। গত দুমাস ধরে সংকট চললেও এ সপ্তাহে এসে তা চরম আকার ধারণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় ডিপোগুলোতেও ডিজেলের মজুদ ফুরিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম থেকে রেলের তেলবাহী ওয়াগন সিলেটে আসতে পারছে না। প্রতি সপ্তাহে যেখানে ৫টি ডিজেলবাহী ওয়াগন (রেক) আসার কথা, সেখানে সপ্তাহে আসছে দুটি করে। বোরো মৌসুমে সিলেট ও সুনামগঞ্জে প্রতি সপ্তাহে ডিজেলের চাহিদা রয়েছে ২৭ লাখ লিটার। অথচ এর বিপরীতে মাত্র ১০ থেকে ১২ লাখ লিটার আসছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সিলেটের সমন্বয়ক ও মেঘনা পেট্রোলিয়ামের জেলা মার্কেটিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তিন দিন ধরে রেলওয়ের বেশ কয়েকটি ইঞ্জিন বিশ্ব ইজতেমায় ব্যবহৃত হওয়ার কারণে এই সংকট আরও তীব্র হয়েছে।

এদিকে, ডিজেল সংকটের কারণে পেট্রোল পাম্প মালিকদের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন কৃষকরা। বোরো চাষের মৌসুমে সেচের জন্য ডিজেল না পেয়ে ফসল উৎপাদন নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। ডিজেল সংকট দেখা দেওয়ায় যানবাহন চলাচল, সেচ পাম্প ও জেনারেটর চালানোর ব্যাঘাত ঘটছে।

এমন পরিস্থিতিতে সংকট নিরসনে বৈঠকে বসেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর