ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ

২০২২ নভেম্বর ১৫ ২২:৪০:৫০
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ

সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে ৯৪ জন এই প্রস্তাবকে সমর্থন করেন। রাশিয়া, চীন ও ইরানসহ ১৪টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশ, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ ৭৩টি দেশ ভোটদানে বিরত থাকে।

২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এটি সাধারণ পরিষদে গৃহীত ইউক্রেন সংক্রান্ত পাঁচটি প্রস্তাবের মধ্যে সবচেয়ে কম সমর্থিত ছিল।

সাধারণ পরিষদের এই প্রস্তাবে বলা হয়েছে, প্রতিবেশী দেশের ওপর অন্যায় হামলার শাস্তি দিতে হবে এবং যুদ্ধকালীন সব ধরনের ক্ষতিপূরণ দিতে হবে।

রেজোলিউশনটি যুদ্ধকালীন ক্ষতিপূরণের জন্য একটি আন্তর্জাতিক প্রক্রিয়া প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার স্বীকৃতি দেয়। এটিও সুপারিশ করা হয় যে রাশিয়ান হামলার ফলে সাধারণ জনগণ এবং ইউক্রেন সরকারের ক্ষতির সামগ্রিক তথ্য নথিভুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক রেজিস্টার তৈরি করা হোক।

এক প্রতিক্রিয়ায়, জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সাধারণ পরিষদ নয়, নিরাপত্তা পরিষদই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত জায়গা। পশ্চিমা দেশগুলো কখনই এই ধরনের ক্ষতিপূরণকে তাদের পাপের প্রায়শ্চিত্ত মনে করে না।

তিনি যুদ্ধ ছড়ানোর জন্য পশ্চিমকে দায়ী করে বলেন, পশ্চিমারা সংঘাতকে জটিল করার চেষ্টা করছে এবং এর জন্য রাশিয়ার অর্থ ব্যবহার করার পরিকল্পনা করছে।

অন্যদিকে, জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্হি কিসলিয়াস বলেছেন যে রাশিয়া জবাবদিহিতার চেয়ে দায়মুক্তি পছন্দ করে এবং যখন বিষয়টি নিরাপত্তা পরিষদে আসে, তারা কেবল মিথ্যা বলে এবং ভেটো ব্যবহার করে।

রাশিয়া ইউক্রেনের কারখানা থেকে শুরু করে আবাসিক ভবন এবং হাসপাতাল পর্যন্ত সবকিছুকে লক্ষ্যবস্তু করেছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার জবাবদিহি করার সময় এসেছে।

১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখনো রাশিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটা সম্ভব হয়নি মূলত রাশিয়ার ভেটো ক্ষমতার কারণে।

তবে সাধারণ পরিষদে এ ধরনের কোনো ভেটো ব্যবস্থা না থাকায় এখন পর্যন্ত রাশিয়ার সমালোচনা করে পাঁচটি প্রস্তাব গৃহীত হয়েছে।

কিন্তু নিরাপত্তা পরিষদের রেজুলেশনের বিপরীতে, সাধারণ পরিষদের রেজুলেশন আইনত বাধ্যতামূলক নয়। অবশ্য এর মাধ্যমে বিশ্বের মতামত প্রতিফলিত হয়।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর