ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এক্সপোজার ইস্যুতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ

২০২৩ জানুয়ারি ১৪ ১২:৩৯:২৭
এক্সপোজার ইস্যুতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ

অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলেছেন, বন্ডকে এক্সপোজারেরবাহিরে রাখা হলে শেয়ারবাজারে তারল্য সঙ্কট কমবে এবং ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ পাওয়ার আগে প্রাক যোগ্যতা হিসেবে যে শর্তগুলো দিয়েছিল তার অন্যতম ছিল সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পেতে হলে বন্ডের বিনিয়োগকে এক্সপোজারেরবাইরে রাখতে হবে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) বন্ডে বিনিয়োগ শেয়ারবাজার এক্সপোজার বাইরে রাখার দাবি করে আসছিল অনেক আগে থেকেই।

বিএমবিএ’র মতে, ‘আমাদের শেয়ারবাজার ইকুইটি নির্ভরশীল হওয়ায় ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। বন্ড শেয়ারবাজারের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমতাবস্থায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বন্ডে ব্যাংকগুলোর বিনিয়োগ এক্সপোজার হিসেবে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিয়েছিল।’

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী এক্য পরিষদ ‘শেয়ারবাজারে এবং বন্ডে উভয়ক্ষেত্রে ব্যাংকের বিনিয়োগকে এক্সপোজারের বাইরে রাখতে’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর লিখিত আবেদন জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছে। আগামী কেবিনেট মিটিংয়ে এই আইনটি পাশ হতে পারে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর