ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অস্বস্থিতে দুই কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৩ জানুয়ারি ১৪ ১১:০৩:২১
অস্বস্থিতে দুই কোম্পানির বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) লেনদেনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ২ কোম্পানির শেয়ারদর কমেছে। কোম্পানি ২টি হলো- ইন্ট্রাকো সিএনজি এবং ওরিয়ন ইনফিউশন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ছোট-বড় সব ধরনের বিনিয়োগকারীদের প্রফিট টেকিং বা সেল প্রেসারের কারণে এই কোম্পানিগুলোর দর কমেছে। চলতি সপ্তাহে যদি বিনিয়োগকারীরা এই কোম্পানিগুলোর দর বাড়তে পারে।

তবে বাজার সংশ্লিষ্টরা কোম্পানি ফান্ডামেন্টাল অবস্থা বিবেচনা করে শেয়ার ক্রয়ের পরামর্শ দিয়েছেন।

ইন্ট্রাকো সিএনজি

বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই কোম্পানিটি প্রায়ই শীর্ষ লেনদেনের তালিকায় স্থান দখল করে বিদায়ী সপ্তাহেও পঞ্চম স্থান দখল করেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮০ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩৯ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৯ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৪০ পয়সা বা ১ শতাংশ।

ওরিয়ন ইনফিউশন

ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানিটি লেনদেন তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫ লাখ ৮৯ হাজার ২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪২২ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৭২ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৫০ টাকা ২০ পয়সা বা ১১.৮৮ শতাংশ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর