ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক লেনদেনে নতুন তিন মার্কেট লিডার

২০২৩ জানুয়ারি ১৪ ০৯:৫৬:১০
সাপ্তাহিক লেনদেনে নতুন তিন মার্কেট লিডার

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সপ্তাহে মার্কেট লিডারের তালিকায় আসা কোম্পানি ৩টিরই দর বেড়েছে।

জেএমআই হসপিটাল

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে জেএমআই হসপিটাল সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৩ লাখ ১ হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭২ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৩ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২১ টাকা। ২৯.০৫ শতাংশ।

এডিএন টেলিকম

তালিকার নবম স্থানে উঠে এসেছে এডিএন টেলিকম। সপ্তাহব্যাপী কোম্পানিটির ৪৯ লাখ ৩৪ হাজার ৫৯টি শেয়ার বেচা-কেনা হয়েছে যার বাজার মূল্য ৬০ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৪ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৫ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১১ টাকা ২০ পয়সা বা ৯.৭৯ শতাংশ।

প্রগতি লাইফ ইন্সুরেন্স

শীর্ষ লেনদেন তালিকার দশম স্থানে উঠে এসেছে এই কোম্পানিটি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ লাখ ৮৫ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭২ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩৩ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪৭ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৪ টাকা বা ১০.৪৯ শতাংশ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর