ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সপ্তাহজুড়ে ১২ কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ

২০২৩ জানুয়ারি ১৩ ১৯:২১:৫৭
সপ্তাহজুড়ে ১২ কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ

এই ১২টি কোম্পানির মধ্যে রয়েছে আরগন ডেনিমস, বিডিকম, ইভেন্স টেক্সটাইল, জেনারেশন নেক্সট, জেমিনি সী ফুড, জিপিএইচ ইস্পাত, এডিএন টেলিকম, মুন্নস্পুল, পেপার প্রসেসিং, আইটি কনসালটেশন, তিতাস গ্যাস এবং মতিন স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, এই ১২টি কোম্পানির মধ্যে আরগন ডেনিমস বিনিয়োগাকরীদের জন্য ১০ শতাংশ ক্যাশ, বিডিকম ১০ শতাংশ ক্যাশ, ইভেন্স টেক্সটাইল ২ শতাংশ ক্যাশ, জেনারেশন নেক্সট ১ শতাংশ ক্যাশ, জেমিনি সী ফুড ১০ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টক, জিপিএইচ ইস্পাত ৫.৫০ ক্যাশ এবং ৫.৫০ স্টক, এডিএন টেলিকম ১০ শতাংশ ক্যাশ, মুন্নস্পুল ১০ শতাংশ, পেপার প্রসেসিং ৮ শতাংশ ক্যাশ, আইটি কনসালটেশন ৬ শতাংশ ক্যাশ, তিতাস গ্যাস ১০ শতাংশ ক্যাশ এবং মতিন স্পিনিং ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করেছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর