ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাইকা ও সিটি ব্যাংকের সাথে ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ডলারের ঋণ চুক্তি

২০২৩ জানুয়ারি ১২ ২২:২৩:৪১
জাইকা ও সিটি ব্যাংকের সাথে ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ডলারের ঋণ চুক্তি

গ্রিন ফাইন্যান্স প্রকল্পে অর্থায়নের জন্র জাইকা আট বছরের মেয়াদে ৯ কোটি মার্কিন ডলার প্রদান করছে এবং সিটি এন.এ. দুই বছরের মেয়াদে ১ কোটি মার্কিন ডলার দিচ্ছে।

জাইকার এই অর্থায়ন নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানির কার্যকর ব্যবস্থাপনা ও দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা খাতে অর্থায়নে অগ্রাধিকার দেয়া হবে।

সিটিব্যাংক এনএ এর অর্থায়ন দেশের বিধিবিধান অনুযায়ী যে কোনো খাতে ব্যবহার করা যাবে।

বৈদেশিক মুদ্রা বাজারের বর্তমান পরিস্থিতিতে, জাইকা ও সিটিব্যাংক এনএ থেকে প্রাপ্ত অর্থ ব্র্যাক ব্যাংককে সামগ্রিক বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সহায়তা করবে। একইসাথে টেকসই উন্নয়নের লক্ষ্যে সবুজ অর্থায়নে তহবিলের প্রাপ্ততা নিশ্চিত করবে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর