ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ওরিয়ন ইনফিউশন: যেভাবে উত্থান সেভাবেই পতন

২০২৩ জানুয়ারি ১২ ১৬:১৮:৫২
ওরিয়ন ইনফিউশন: যেভাবে উত্থান সেভাবেই পতন

অভিজ্ঞ বিনিয়োগকারীদের মতে, ওরিয়ন ইনফিউশনের নিয়ন্ত্রণহীন এমন উত্থান পতনে স্বর্বস্ব হারাচ্ছে বিনিয়োগকারীরা।

কোম্পানিটির শেয়ার দর পর্যালোচনা করলে দেখা যায়, যখন কোম্পানিটির দর পতন হয় তখন একটানা হল্টেড হয়ে ক্রেতাশূন্য হয় পড়ে। আবার যখন বাড়তে শুরু করে তখন একটানা দর বৃদ্ধি পেয়ে বিক্রেতাশূন্য পড়ে। একটি কোম্পানির শেয়ার দরে ডানে-বামে হল্টেডের এমন আচরণ দেখে মনে হয় এটা যেন চোর-পুলিশ খেলা।

গত এক মাসের শেয়ার দর পর্যালোচনা করলে দেখা যায়, গত ১৩ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির শেয়ার শেয়ারটির দর ছিল ৮৪১ টাকা ৫০ পয়সা। তখন থেকে একটানা দরপতন হয়ে এবং মাঝে মাঝে ক্রেতাশূন্য ও হল্টেড অবস্থায় আজ ১২ জানুয়ারি ২০২৩ কোম্পানিটির শেয়ার দর ৩৭২ টাকা ২০ পয়সায় নেমে আসে। এই হিসাবে গত ২০ কার্যদিবসে ৪৬৯ টাকা ৩০ পয়সা বা ৫৫.৭৬ শতাংশ দর পতন হয়েছে।

বিগত ৭ মাসের বাজার দর পর্যালোচনায় দেখা যায়, গত ১৬ জুন ২০২২ কোম্পানিটির শেয়ার দর ছিল ৮১ টাকা ৪০ পয়সা। এরপর কোম্পানিটির শেয়ার দর একটানা বৃদ্ধি পেয়ে গত ২৭ সেপ্টেম্বর ২০২২ এর দর সর্বোচ্চ ৯৭৩ টাকা ৯০ পয়সায় উঠে যায়। এরপর আবার দরপতন আজ ৩৭২ টাকা ২০ পয়সায় নেমে আসে। এই হিসাবে গত ৭ মাসে ৬০১ টাকা ৭০ পয়সা বা ৬১.৭৮ শতাংশ দর পতন হয়েছে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৭৬ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত উঠা-নামা করেছে।

১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০ টি। বিপরীতে রিজার্ভ রয়েছে ৬ কোটি ৩২ লাখ টাকা।

৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছে।

ডিভিডেন্ড প্রদানের পর ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ পয়সা। যা আগের বছর ছিল ৭২ পয়সা।

সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৪৭.৭০পয়েন্টে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর