ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দুই রুটে ফেরি চলাচল বন্ধ, নদীতে আটকা ২ ফেরি

২০২৩ জানুয়ারি ১২ ০৯:৪৮:১৭
দুই রুটে ফেরি চলাচল বন্ধ, নদীতে আটকা ২ ফেরি

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনায় এড়াতে ফেরি চলাচল বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এদিকে নদী পাড়াপাড়ের অপেক্ষায় রয়েছে পাটুরিয়া ফেরি ঘাটে রো রো ফেরি শাহ জালাল ও ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকা, দৌলতদিয়া ফেরি ঘাটে শাহ পরান, রুহুল আমিন, বরকত, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ইউটিলিটি ফেরি রজনীগন্ধা, হাসনাহেনা ও বনলতা যানবাহন নিয়ে পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, মাঝ পদ্মায় হঠাৎ কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর