ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

’বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৩০ হাজার ৯৬১ মিলিয়ন ডলার’

২০২৩ জানুয়ারি ১২ ০৯:২৬:১০
’বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৩০ হাজার ৯৬১ মিলিয়ন ডলার’

গতকাল বুধবার সংসদের বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বাংলাদেশের বাণিজ্যঘাটতি রয়েছে রয়েছে যেসব দেশের সাথে, সংসদে সেগুলোর কয়েকটির তথ্য তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি ১৭ হাজার ৮২৫ দশমিক ৬ মিলিয়ন ডলার। দেশটি থেকে আমদানি করা হয় ১৮ হাজার ৫০৯ মিলিয়ন ডলারের পণ্য। রপ্তানি করা হয় ৬৮৩ দশমিক ৪৩ মিলিয়ন ডলারের পণ্য। ভারতের সঙ্গে ঘাটতি ১১ হাজার ৬৯৭ দশমিক ৯ মিলিয়ন ডলার। আমদানির ১৩ হাজার ৬৮৯ দশমিক ৩০ মিলিয়ন ডলারের বিপরীতে দেশটিতে রপ্তানি করা হয় ১ হাজার ৯৯১ দশমিক ৩৯ মিলিয়ন ডলার।

এগুলোছাড়াও অন্যান্য প্রধান বাণিজ্যঘাটতির দেশ হলো সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল, কাতার, সৌদি আরব, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান।

এসময় এই ঘাটতি কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর