ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

একক লেনদেনের নেতৃত্বে ওষুধ ও রসায়ন খাত

২০২৩ জানুয়ারি ১১ ১৫:৩৭:৪১
একক লেনদেনের নেতৃত্বে ওষুধ ও রসায়ন খাত

আমার স্টক সূত্রে জানা গেছে, ডিএসইর ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৪০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৬.৮৫ শতাংশ।

এই খাতে লেনদেনের শীর্ষ দশের চতুর্থ স্থানটি দখল করেছে জেএমআই হসপিটাল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ লাখ ৪৬ হাজার ১৮৬টি যার বাজার মূল্য ২১ কোটি ৮৫ লাখ ৯ হাজার টাকা। দর বেড়েছে ৪ টাকা বা ৪.৯৩ শতাংশ।

শীর্ষ লেনদেনের ষষ্ঠ স্থানটি দখল করেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ লাখ ২২ হাজার ৪৭৩টি যার বাজার মূল্য ১৯ কোটি ১৫ লাখ ৭৫ হাজার টাকা। কোম্পানিটির দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা১.৪০ শতাংশ।

শীর্ষ লেনদেনের নবম স্থানটি দখল করেছে নাভানা ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৬০টি যার বাজার মূল্য ১৩ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা। কোম্পানিটির দর কমেছে ৩০ পয়সা বা ০.৩৬ শতাংশ।

শীর্ষ লেনদেনের দশম স্থানটি দখল করেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ লাখ ৮১ হাজার ৯২৭টি যার বাজার মূল্য ১১ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা। কোম্পানিটির দর কমেছে ১০ টাকা বা ২.৪০ শতাংশ।

এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৫.৪১ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৩.৮১ শতাংশ। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে জীবন বিমা খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৬ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১১.৭০ শতাংশ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর